মহাসমাবেশের স্থান নিয়ে ডিএমপিকে বিএনপির চিঠি ( ভিডিও)

SHARE

একদফা দাবিতে ২৭ জুলাই রাজধানী ঢাকায় মহাসমাবেশের জন্য দুটি জায়গার কথা জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি। সোমবার ( ২৪ জুলাই ) দুপুরে ডিএমপি কমিশনার বরাবর এই চিঠি দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থান দুটি হলো- নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যান।

Advertisement

চিঠিতে এই দুটি স্থানের যেকোনো একটিতে মহাসমাবেশ করার আগ্রহ জানিয়েছে বিএনপি। তবে মহাসমাবেশ করার জন্য বিএনপিকে এখনও জায়গা নির্দিষ্ট করে দেয়নি ডিএমপি।

Advertisement

দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মহাসমাবেশ করার জন্য স্থান বরাদ্দের অনুমোদন চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে। আশা করি, আজকের মধ্যেই আমাদের স্থানের ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

Advertisement

গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।