মুক্তিপণ না পেয়ে শিশুকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),চট্টগ্রাম প্রতিনিধি,বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ : চট্টগ্রামে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শফিউল ইসলাম রহিম (১১) নামের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (৪ মে) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আজম খান (৩২) ও মুজিবুর দৌলা হৃদয় (২৮)।

Advertisement

 

পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু রহিম। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। অপহরণের পর শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় শিশুটির বাবা চান্দগাঁও থানায় সাধারণ ডায়রি করেন। পরে অনুসন্ধান শুরু করে পুলিশ।

Advertisement

সিসিটিভি ফুটেজ সংগ্রহ একপর্যায়ে শিশুটির পরিবারের প্রতিবেশী আজম খান নামের এক যুবকের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আজমকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজম শিশু শফিউলকে অপহরণ ও মুক্তিপণ না পেয়ে হত্যার কথা স্বীকার করেন।

Advertisement

পরে তার দেওয়া তথ্যে মতে একটি নির্মাণাধীন ভবনের মাটি খুঁড়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সহযোগিতা করায় আজমের বন্ধু মুজিবুর দৌলা হৃদয়কেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে সোপর্দ করা হয়। হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।