আমার শরীর দেখে পুরুষের যৌনাকাঙ্ক্ষা জেগে থাকলে আপত্তি নেই’

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ : টলিউডের ‘ব্যোমকেশ’খ্যাত অভিনেত্রী উষসী চক্রবর্তী। আপাতত ছোট পর্দার কাজ থেকে কিছুটা দূরে রয়েছেন। তবে শারীরিকভাবে ফিট থাকার জন্য নিয়মিত শরীর চর্চা করে থাকেন।

Advertisement

কিন্তু জিমের চেয়ে যোগাসনই তার বেশি পছন্দ। যদিও মাঝে মধ্যে জিমে গিয়েও ঘাম ঝরান ঊষসী। তবে যোগচর্চাই তাকে বেশি স্বস্তি দেয়। সেসব মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করতেও দেখা যায়।

Advertisement

কয়েক দিন আগে নিজের ফেসবুকে কর্নাপীড়াসনের ছবি পোস্ট করেন উষসী। তাতে দেখা যায়, কালো রঙের স্পোর্টস ব্রা আর ছাই রঙা ধোতি প্যান্টে এই কঠিন যোগাসন করছেন। এ ছবি নিয়ে তুমুল কটাক্ষের শিকার হয়েছেন উষসী। অনেকে ‘নোংরা’ মন্তব্য করেছেন। শুরুতে বিষয়টি নিয়ে নীরব ছিলেন। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন উষসী।

লেখার শুরুতে উষসী চক্রবর্তী বলেন— ‘আমার কর্নাপীড় যোগাসন দেখে মানসিক-শারীরিকভাবে অক্ষম পুরুষের যৌন আকাঙ্ক্ষা জেগেছে। সম্ভবত এই ভদ্রলোকদের যৌন ক্ষুধাটা বেশি। অথবা তারা এমন পরিবেশে বড় হয়েছেন যেখানে অন্যের সামনে মেয়েদের হয়রানি, হেনস্তা করা খুব সাধারণ ব্যাপার। আর এ কারণে তারা মেয়েদের সাধারণ সম্মানটুকুও দিতে পারে না। এসব পুরুষ ও তাদের জীবনে থাকা নারীদের প্রতি আমার সমবেদনা।’

কর্নাপীড় যোগাসনে উষসী

কটাক্ষকারীদের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন উষসী। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার ফেক্সিবেল শরীর দেখে কোনো পুরুষের যৌনাকাঙ্ক্ষা জেগে থাকলে তাতে আমার আপত্তি নেই। কিন্তু বিষয়টি তারা যেভাবে প্রকাশ করে তাতে প্রমাণিত— তারা কতটা অশিক্ষিত, তাদের না আছে ক্লাস, না আছে মূল্যবোধ। পাবলিক ফোরামে কি লেখা যাবে আর যাবে না সেই জ্ঞানও তাদের নেই। তবে দুর্ভাগ্যজনক বিষয় হলো, তারা ভালোভাবেই জানে ভুঁড়িওয়ালা-আনফিট শরীর নিয়ে নিজেদের মনের ইচ্ছা বা ফ্যান্টাসি কোনোটাই পূরণ করতে পারবে না।’

Advertisement

২০১৩ সালে ‘মিসেস সেন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন উষসী চক্রবর্তী। এরপর ‘রঞ্জনা আমি আর আসবো না’, ‘বেডরুম’, ‘আবার ব্যোমকেশ’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন উষসী। তবে ‘ব্যোমকেশ বক্সি’ সিনেমায় ‘সত্যবতী’ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।