ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ : জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ৩রা ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ও প্রদীপ ঘোষ পরিচালিত সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’। তারই প্রচারণায় ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।
Advertisement
সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত ইউনিভার্সিটি অফ স্কলার্সে নুসরাত ইমরোজ তিশাসহ সিনেমার সংশ্লিষ্ট কলাকুশলীরা হাজির হয়েছিলেন। সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের মাঝে সিনেমার বিষয়ে নানা তথ্য তুলে ধরা হয়। বৃটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’। এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। গেল বছরের নভেম্বর থেকে শুরু হয় সিনেমাটির প্রচারণার কাজ। ২০২২ সালের ২৫শে নভেম্বর মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও শেষ মুহূর্তে কিছু কারিগরি সংকট দেখা দেয়ায় সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে যায়। অবশেষে ৩রা ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে।
Advertisement
২০১৯-২০২০ অর্থবছরের অনুদানে নির্মিত হয়েছে সিনেমাটি। প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে।