গোপালগঞ্জে ভন্ড কবিরাজের খপরে পড়ে শিক্ষিকার সর্বনাশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গোপালগঞ্জ প্রতিনিধি,শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ : গোপালগঞ্জে ভন্ড কবিরাজের খপরে পড়ে শিক্ষিকার সর্বনাশ।শারিলিক সমস‍্যার কারণে গত কয়েক মাস ধরে বেচায় অরুপে পিরতস নামে এক কবিরাজের কাছ থেকে চিকিৎসা নিয়ে আসছিলেন স্কুল শিক্ষিকা।সেই চিকিৎসার ওষুধ দিতে শিক্ষিকার বাড়ি আসে ওই কবিরাজ এসে বাড়িতে কেহ না থাকার সুযোগে ওই শিক্ষিকার সর্বনাশ করার চেষ্টা করলে তার চিৎকারে ছুটে আসে এলাকা বাসি।এর পর অভিযুক্ত কবিরাজকে গণধোলায় দেয় এলাকা বাসি। গোপালগঞ্জ কোটাআলী উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বঙ্গলক্ষী বাজারে ওই শিক্ষিকার ভাড়া বাড়িতে এই ঘটনাটি ঘটে।তিনি একটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষিকা।আপর দিকে কবিরাজ পরিতস ওই একয় উপজেলার বাসিন্দা।ঘটনার পর থেকে কবিরাজ পলাতক আছেন।ওই শিক্ষিকা জানান গত কয়েক মাস ধরে শারীরিক সমস‍্যার করণে কবিরাজ পরিতসের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেন।ঘটনার দিন সন্ধ্যায় কবিরাজ ওষুধ দেওযার নাম করে ঘরে প্রবেশ করেন।এসময় ঘরে একা পেয়ে ওই শিক্ষিকা সর্বনাশ করার চেষ্টা করেন।এর পর শিক্ষিকার চিৎকারে এলকা বাসি ছুটে আসে।পরে কবিরাজকে ধরে গণধোলায় দেয়।এই ঘটনার পর আতঙ্কে আছেন ওই শিক্ষিকা।ওই বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা রেবা রাণী বলেন কবিরাজ পরিতস ধর্ষণের সীকার ওই শিক্ষিকা খুবই ভদ্র একজন মহিলা।তিনি বাঙ্গালী বাজারে তার মিকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন।ঘটনার দিন তার মা বাড়িতে ছিলেন না।কবিরাজ পরিতস তার সাথে যে ব‍্যবহার করেছে তার সঠিক বিচার চাই।