প্রবীর মিত্র – ফাইল ছবি
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, বুধবার , ২৬ অক্টোবর ২০২২ : বাংলা সিনেমার গুণী ও কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। একসময় পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন। কিন্তু এখন বয়স বেশি হওয়ায় শারীরিকভাবে অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি।
বরেণ্য এই অভিনেতা নানা রোগে আক্রান্ত এখন। যে কারণে এখন বাসায়ই সময় কাটে ৮২ বছর বয়সী এই তারকার।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে হঠাৎ করেই সোশ্যালসহ নানা মাধ্যমে প্রবীর মিত্রের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু এমন ভিত্তিহীন খবরে বিরক্ত প্রকাশ করেছেন অভিনেতার পরিবারের সদস্যরা।
এদিন রাতেই গুণী অভিনেতার ছেলে মিঠুন মিত্র চ্যানেল 24-কে বলেন, ওনি (প্রবীর মিত্র) ভালো আছেন। এমন খবর কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে—এতে আমরা খুবই বিরক্ত হচ্ছি।
এছাড়া আগের থেকে এখন আরও ভালো আছেন বলেও জানান মিঠুন মিত্র।
প্রসঙ্গত, প্রবীর মিত্র ১৯৪০ সালের ১৮ আগস্ট চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তবে তার বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। ‘লালকুঠি’ থিয়েটারে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের শুরু হলেও ঢাকাই সিনেমায় প্রথম আত্মপ্রকাশ করেন ১৯৬৯ সালে ‘জলছবি’ সিনেমার মাধ্যমে। দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন প্রবীর মিত্র।