ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, বুধবার , ২৬ অক্টোবর ২০২২ : প্রকল্প শেষ হলেও, শেষ হলো না চাকরির মেয়াদ। নিয়ম বহির্ভূতভাবে বহাল আছেন চুক্তি ভিত্তিক কর্মচারীরা। আদালতের রায়কে ভুল ব্যাখ্যা দিয়ে অনিয়মকে নিয়ম বানিয়ে নিয়োগ দেয়া হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন সিলেট জেলার কমলা ও আনারস উন্নয়ন প্রকল্প শেষ হয়েছে ১৪ বছর আগে কিন্তু চাকরি শেষ হয়নি কর্মচারীদের।
নিয়োগপত্র অনুযায়ী প্রকল্পের সঙ্গে চাকরির সমাপ্তি ঘটার কথা থাকলেও তার তোয়াক্কা করেননি কেউই। বরং প্রকল্পের কর্মচারীরা রাজস্বখাতে চাকরি স্থানান্তর করতে হাইকোর্টে রিট পিটিশন করে ২০১৭ সালে। যা খারিজ করে দেয় আপিল বিভাগ।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সুবির নন্দী দাস জানান, হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে, কাউকে কোন প্রজেক্টে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলে তাকে পরবর্তীতে সরকার রাজস্ব খাতে নিতে পারবে না।
সেই রায়কে ভুল ব্যাখ্যা দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন অফিসে নিয়োগ দেয়া হয় তাদের ১৬ জনকে। এমনকি অন্য প্রকল্প থেকেও নিয়োগ পান তসলিমা খানম নামের একজন।
বিষয়টি আলোচনায় আসলে তড়িঘড়ি করে আটজনের নিয়োগ বাতিলের পরেও বহাল তবিয়তে চাকরি করছেন সবাই।
প্রকল্প থেকে রাজস্বখাতে আসা কয়েকজন কমর্চারী জানান, শীর্ষকর্তাদের ইচ্ছেমতোই নিয়োগ পেয়েছেন প্রায় ৮০ জন। তাদের ম্যানেজ করতে খরচ করতে হয়েছে মোটা অংকের টাকা। এই নিয়োগ পেতে লাখ লাখ টাকা খরচ করতে হয়েছে বলে চ্যানেল 24 কে জানান স্বয়ং নিয়োগপ্রাপ্তরা।
এ বিষয়ে কথা বলতে গেলে সময় দিয়েও সাক্ষাৎ করেননি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজির আলম। তবে মুঠোফোনে জানান, তিনি আইন বোঝেন না। তাই বিস্তারিত বলা যাবে না।
১৯৯৫ ও ২০০৫ সালের নিয়োগ বিধি অনুযায়ী, সরকারী চাকরিতে প্রকল্প থেকে রাজস্বখাতে সরাসরি নিয়োগের কোন সুযোগ নেই।