পালিয়ে বেড়াচ্ছেন জাহালম! (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ষ্টাফ রিপোর্টার,বুধবার , ২৬ অক্টোবর ২০২২ : জাহালমকে নিশ্চয়ই মনে আছে। সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় সাজা ভোগ করছিলেন তিনি। কিভাবে নিরীহ জাহালমের পরিচয় বদলে দিয়ে তাকে ৩৩টি মামলায় মূল আসামি করা হয়।

উচ্চ আদালতের হস্তক্ষেপে ৩ বছর পর মুক্তি মেলে জাহালমের। মুক্তির সঙ্গে আরও কিছু সুখবর আসে তার। বিনা দোষে জেলখাটার ক্ষতিপূরণ হিসেবে ১৫ লাখ টাকাও পাবেন তিনি। কিন্তু এখন সেই জাহালম কেমন আছেন? আদৌ কি মুক্তি মিলেছে তার?

টাঙ্গাইলের নাগরপুর এলাকা। এই গ্রামেই জাহালমের জন্মভিটা। স্বামীর মুক্তির পথটা যে কত কঠিন ছিল, সেটাই বলছিলেন জাহালমের স্ত্রী। ঘরের মানুষ আবারও ফিরবেন, হয়তো ভাবতেও পারেনি জাহালমের পরিবার।

জাহালম জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার জুট মিলের কাজে গিয়েছিল। কিন্তু এর কয়েক মাস পর সেই জুট মিল বন্ধ হয়ে গেছে। এখন ট্রাকের লেবারের কাজ করে।

জীবনের তাগিদে আবারও নতুন সংগ্রামে নামে জাহালম। যে সংগ্রামে পরিবার নিয়ে বেঁচে থাকার তাড়া ছিল, ছিল স্বাভাবিক জীবনের স্বপ্নও। তবে নুন আনতে পানতা ফুরানোর সংসারে সচ্ছলতা ফেরানোর সেই চেষ্টা বেশিদিন স্থায়ী হয়নি।

জাহালমকে এখনো আগের মামলায় মাঝে মধ্যে থানায় যেতে বলে পুলিশ। বলে আগের মামলায় এখনও নাকি ওয়ারেন্ট আছে। তাই জাহালম কোথায় কাজ করে তা কাউকে বলা হয় না।

তার মানে বিপদ এখনও কাটেনি। বরং তাড়িয়ে বেড়াচ্ছে প্রতি মূহূর্ত। কিন্তু সবকিছু শেষ হওয়ার পরও জাহালামের শনিরদশা কাটছে না কেন?

শাহনুর মিয়া, জাহালমের বড় ভাই। নিরীহ ভাইকে আইনি বেড়াজাল থেকে মুক্ত করার নেপথ্য কারিগর। শাহনুর মিয়া জানেন উচ্চ আদালতের নির্দেশনা। জানেন সেই নির্দেশনা মানা হয়েছে কি হয়নি।

১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা ছিল ব্র্যাক ব্যাংকের। প্রায় দুই বছর পর ৫ লাখ টাকা পরিশোধ করে প্রতিষ্ঠানটি। এরপরই বাধে বিপত্তি। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে আপিল করে ব্র্যাক ব্যাংক। বাকি ১০ লাখ টাকা পাওয়ার বিষয়টি আপাতত আটকে গেছে, এটি নিশ্চিত করেই বলা যায়।

 

যার অপরাধে জাহালমের এই ভোগান্তি, সেই আবু সালেককে ২০১৮ সালেই খুঁজে বের করে টিম সার্চলাইট। চ্যানেল 24 এ প্রতিবেদন প্রচারের পর পুনঃতদন্ত শুরু করে দুদক।

জাহালমকে বাদ দিয়ে মূল প্রতারক আবু সালেককে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দেয়। প্রতিবেদন আমলে নিয়ে উচ্চ আদালত ২০১৯ সালে জাহালমকে সব মামলা থেকে খালাস দেন। এরপরই জেল থেকে বেরিয়ে আসেন জাহালম। তাহলে এতদিন পরেও কেন তাকে খুঁজছে পুলিশ?

বিস্তারিত দেখুন ভিডিওতে-