বাবার কোলে শিশু তানজিয়া
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার , ২২ অক্টোবর ২০২২ : রাজধানী কেরানীগঞ্জে কন্যা শিশু তানজিয়াকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে তাকে জীবিত উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় অপহরণকারী মোহাম্মদ তারেককে (২০) গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত তারেক বরিশাল জেলার মেন্দিগঞ্জ থানার কুলচক গ্রামের শহীদ ভূঁইয়ার ছেলে।
গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) উপজেলার মনু বেপারির ঢাল এলাকায় একটি হোটেল মালিকের কন্যাকে অপহরণ করে একই হোটেলের কর্মচারী। অপহরণের পর মুক্তিপন দাবি করা হয়। ঘটনার পর শিশুটির বাবা হোটেল মালিক মোঃ সোহেল রানা বাদী হয়ে (৪২) থানায় অপহরণ আইনে মামলা করার ২৪ ঘন্টার মধ্যে রাজধানীর চকবাজার এলাকা থেকে শুক্রবার (২১ অক্টোবর) সকালে শিশু তানজিয়াকে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে তানজিয়ার বাবা বলেন, কৌশলে তার ভাড়াটিয়া বাসা থেকে আমার দুই বছরের কন্যা সন্তানকে নিয়ে পালিয়ে যায় আমারই হোটেলের কর্মচারী। পরে মুক্তিপণ দাবি করে আমার কাছে। বিষয়টি পুলিশকে অবগত করলে তারা থানায় মামলা নিয়ে আমার মেয়েকে জীবিত অবস্থায় উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দেয়।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, শিশু তানজিয়ার অপহরণের শিকার হলে তার বাবা বাদী হয়ে থানায় অপহরণ আইনে মামলা করার ২৪ ঘন্টার মধ্যে তাকে জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তানজিয়াকে তার বাবা-মার হাতে বুঝিয়ে দেয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন ৭ এবং ৮ ধারা মামলা করা হয়েছে।