ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শনিবার , ২২ অক্টোবর ২০২২ : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। গত ১৭ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার পর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ব্যক্তিগত জীবনের কারণে আলোচনা-সমালোচনায় আসেন তিনি। তবে সেইসব পেছনে ফেলে আবার কাজে ফিরছেন এই নায়ক।
শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর বনানীর ১১ নাম্বার রোডে ‘গ্লোম্যাক্স’ নামে একটি বিউটি পার্লারের উদ্বোধন করলেন শাকিব খান।
পার্লারটির স্বত্বাধিকারী ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। এই অভিনেত্রী জানিয়েছেন, গত কয়েক বছর ধরে ‘উইমেন্স ক্লাব’ নামে এই বিউটি পার্লারটি চালিয়ে আসছি। এবার নাম পরিবর্তন করে আরও ভালোভাবে চালু করছি পার্লারটি। নতুন নাম ‘গ্লোম্যাক্স’।
ঊর্মিলা আরও বলেন, উইমেন্স ক্লাব নাম হওয়ায় অনেকেই কনফিউজ হতো। মনে করতো এটি শুধুই নারীদের জন্য। কিন্তু এই পার্লারের লেজার সেকশন ছেলে-মেয়ে সবার জন্য। এ কারণে নতুন নামে নতুনভাবে যাত্রা শুরু করছি।
প্রসঙ্গত, ঊর্মিলা শ্রাবন্তী কর লাক্স তারকা থেকে অভিষেক করেন অভিনয়ে। আর এখন অভিনয় শিল্পী সংঘের দায়িত্বশীল পদে রয়েছেন এই অভিনেত্রী।