ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শুক্রবার ১৬ সেপ্টেম্বর ২০২২ : জাপানের একটি স্টার্টআপ সংস্থার হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বিশ্বের প্রথম উড়ন্ত মোটরবাইক। এই মোটরবাইকে চেপে সর্বোচ্চ ৪০ মিনিট শূন্যে উড়া যাবে।
কল্পবিজ্ঞান বা অ্যাকশনধর্মী সিনেমার পর্দায় এমন কাণ্ড দেখা যায়। কিন্তু বাস্তব দুনিয়ায় এই ঘটনা এবারই প্রথম। বহু বছর আগে থেকেই ‘হোভার বাইক’ তৈরির ব্যাপারে উদ্যোগী হয়েছিল বেশ কয়েকটি বহুজাতিক সংস্থা। কিন্তু পরিকাঠামো, অর্থনৈতিক এবং অন্যান্য কারণে তা সম্ভব হয়নি।
জাপানের একটি অটোমোবাইল কোম্পানি তৈরি করল পৃথিবীর প্রথম হোভার বাইক ‘এক্সটুরিসমো’। প্রাথমিক পর্যায়ে অল্প সংখ্যক মোটরবাইক প্রস্তুত করা হয়েছে। পরে চাহিদা অনুযায়ী তৈরির পরিকল্পনা রয়েছে। বিমা এবং কর মিলিয়ে মোটরবাইকের দাম ধার্য করা হয়েছে বাংলাদেশি টাকায় ৯ কোটি ১৮ লাখ ৩ হাজার ৯১৩ টাকা।