বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে দ্বীপ হাতিয়া (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নোয়াখালীর হাতিয়া প্রতিনিধি,রোববার , ১১ সেপ্টেম্বর ২০২২ : এবার আলোকিত হওয়ার পথে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। সাত লাখ মানুষের এ দ্বীপে স্থাপন হয়েছে ১৫ মেগাওয়াটের হেভি ফুয়েল ওয়েল (এইচএফও) ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট। ইতোমধ্যে প্রায় ৫১২ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপনের কাজও শেষ হয়েছে। কর্তৃপক্ষ বলছে, চলতি মাসের শেষ নাগাদ প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে শতভাগ বিদ্যুতের আওতায় আসবে প্রতীক্ষায় থাকা দ্বীপবাসী।

সরেজমিনে জানা যায়, মতান্তরে ৩শ’ বছরের পুরনো নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। বঙ্গোপসাগর আর মেঘনার কোলে দৌল খাওয়া এ দ্বীপের মানুষের অর্থনীতির চাকা ঘোরে মৎস্য, কৃষি আর পর্যটন খাত দিয়ে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হলেও এতদিন অন্ধকারেই ছিল ৭ লাখ মানুষ। পূর্ব পাকিস্তান সময় ৫টি জেনারেটরের মাধ্যমে হাতিয়া পৌরসভার উছখালি এলাকায় কিছুটা বিদ্যুৎ পেলেও দিনে সর্বোচ্চ ২-৩ ঘণ্টা বিদ্যুৎ থাকতো। স্বাধীনতার এত বছরেও উন্নয়ন হয়নি বিদ্যুতের।

স্থানীয় বাসিন্দারা জানান, এই প্রথম বিদ্যুতের উন্নয়ন দেখতে যাচ্ছে দ্বীপবাসী। ২০২১ সালের আগস্ট থেকে শুরু হয় নতুন বিদ্যুৎ প্ল্যান্টের কাজ। এক বছরের মধ্যেই ১৬ একর জমিতে নির্মাণ কাজ শেষ হয় ১৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের। এখন শুধুই আলোকিত হওয়ার প্রতীক্ষা। শুধু আলোয় আলিকত নয়, বিদ্যুৎ সুবিধা পেলে বদলে যাবে দ্বীপের শত শত বছরের অন্ধকারের গল্প। স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে এমন খবরে উচ্ছ্বসিত দ্বীপের মানুষ।

সূত্র জানায়, ৩৮৪ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের নাম ‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’। ইতোমধ্যে দ্বীপের মূল ভূখণ্ডের ৯টি ইউনিয়নে স্থাপন করা হয়েছে ৫১২ কিলোমিটার ৩৩/১১ ভোল্টের সঞ্চালন লাইন। মূল ভূখণ্ড থেকে দেড় কিলোমিটার সাব মেরিন ক্যাবলের মাধ্যমে নিঝুমদ্বীপেও দেয়া হয়েছে সঞ্চালন লাইন। দেশ এনার্জি উৎপাদিত এ বিদ্যুৎ সরবরাহ করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি’র হাতিয়া বিভাগের আবাসিক প্রকৌশলীর দায়িত্বে থাকা উপ-বিভাগীয় প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, চলতি মাসের শেষের দিকে এ প্ল্যান্টের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে সব কাজ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। তার মতে এ প্ল্যান্ট উদ্বোধনের মধ্য দিয়ে পুরো হাতিয়া আলোচিত হবে। একই সঙ্গে পর্যটন কেন্দ্র নিঝুমদ্বীপ পাবে বিদ্যুতের সুবিধা।

দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হতে যাওয়ায় সরকার প্রধান শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি আয়েশা ফেরদৌস।

তিনি জানান, হাতিয়া বড় কয়েকটি উন্নয়ন খুবই প্রয়োজন। যার মধ্যে নদী ভাঙন রোধ, নদী পথে উন্নত যাতায়াত ব্যবস্থা, পর্যটন ও বিদ্যুৎ। এর মধ্যে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হয়েছে, নদী পথে যাতায়াতের জন্য সি-ট্রাক ব্যবস্থার জন্য আলোচনা হচ্ছে। বাস্তবায়ন হতে যাচ্ছে বিদ্যুৎ উন্নয়ন।

সরকারের এ প্রকল্প বাস্তবায়ন হলে কৃষি ও মৎস্য নির্ভর এ দ্বীপে স্থাপন হবে নতুন নতুন কলকারখানা। শিক্ষা, চিকিৎসাসহ সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া যেমন লাগবে, তেমনি প্রযুক্তিগত সুবিধাও বাড়বে দ্বীপে।