নির্যাতনের অভিযোগ নিয়ে আদালতে বাবুল আক্তারের আবেদন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আদালত প্রতিনিধি,বৃহস্পতিবার , ০৮ সেপ্টেম্বর ২০২২ : হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদারসহ ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলার আবেদন করেছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।

নির্মম খুনের শিকার মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাবন্দী তার স্বামী বাবুল আক্তার বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেছা বেগমের আদালতে আবেদনটি জমা দেন।

আদালত আগামী ১৯ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের দিন নির্ধারণ করেছেন। বনজ কুমার ছাড়াও যাদের নাম রয়েছে আবেদনে তারা হলেন, পিবিআইয়ের পুলিশ সুপার নাজমুল হাসান, নাইমা সুলতানা, পুলিশ পরিদর্শক সন্তোষ চাকমা, এনায়েত কবির ও সহকারী কমিশনার মহিউদ্দিন সেলিম।

আবেদনে বলা হয়েছে, গত মে মাসে পিবিআই চট্টগ্রাম কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে বাবুল আক্তারকে দুদিন আটকে রাখা হয়। এরপর তাকে নির্যাতন করেন কর্মকর্তারা।

২০১৬ সালের ৫ জুন খুন হন মাহমুদা মিতু। এ ঘটনায় প্রথম মামলার বাদী ছিলেন বাদী বাবুল আক্তার। পরে তাকে আসামি করে মামলা হলে পিবিআই সেটির তদন্তের দায়িত্ব পায়। গ্রেপ্তার করে বাবুলকে। পিবিআই জানিয়েছে, মামলাটির চার্জশিট কয়েকদিনের মধ্যে দেয়া হবে।

বাবুলের আবেদন বিষয়ে পিবিআইয়ের এক কর্মকর্তা নাম  প্রকাশ না করার শর্তে জানান, যেহেতু মামলাটির তদন্ত গুছিয়ে আনা হয়েছে। তাতে বাবুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ চূড়ান্ত পর্যায়ে। সেটা জানতে পেরে তদন্ত বাধাগ্রস্ত করতেই এই আবেদন করা হয়েছে।