ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),স্বাস্থ্য প্রতিনিধি, বুধবার , ০৭ সেপ্টেম্বর ২০২২ : দেশে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে জ্বর ও সর্দি-কাশির প্রকোপ বাড়তে থাকে জুন মাসের মাঝামাঝি সময়ে, শীতকালে নয়। আর তা শুরু হয় ঢাকা এবং চট্টগ্রাম মহানগরী থেকে। পরে তা ছড়িয়ে পড়ে সারাদেশে। এছাড়া শীতকালে পাখির যে ইনফ্লুয়েঞ্জা হয় তা যেকোন সময় ধরণ পরিবর্তন করে মহামারি আকার ধারণ করতে পারে।
দেশে শীতকালে সর্দি-কাশির প্রকোপ বাড়ে। ধারণা করা হয়, এ জন্য দায়ী ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।
কিন্তু ২০১০ থেকে ২০১৯ সাল এই ১০ বছরের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিজ্ঞানীরা বলছেন, শীতপ্রধান দেশে শীতকালে ইফ্লুয়েঞ্জার প্রকোপ থাকলেও বাংলাদেশে তা শুরু হয় বর্ষাকালে।
আইসিডিডিআরবির সহযোগী বিজ্ঞানী ডা. ফাহমিদা চৌধুরী বলেন, জুন মাসের মাঝামাঝি সময় থেকে বাড়তে শুরু করে যা জুলাইয়ের শেষ পর্যন্ত বাড়তে থাকে। এরপর আস্তে আস্তে কমে আসে।
তবে শীতকালে দেশে অ্যাভিয়েন বা পাখির ইনফ্লুয়েঞ্জা দেখা দেয়। এটি যেকোনো সময় পরিবর্তিত মহামারির আকার ধারণ করতে পারে। এ জন্য টিকা নেয়ার পরামর্শ বিজ্ঞানীদের।
আইসিডিডিআরবির এ সহযোগী বিজ্ঞানী আরও বলেন, ইনফ্লুয়েঞ্জার যে ভাইরাসটা থাকে সেটা যে কোনও সময় মিউটেশন ঘটাতে পারে। এতে করে নতুন আরেকটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে রূপ নিয়ে মানুষের মধ্যে যদি সংক্রমণ হয় তাহলে যে কোনও সময় এটা মহামারী আকার ধারণ করতে পারে। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এটার সিজন। তাই আমরা যদি ভ্যাকসিন নেই তাহলে মের আগেই নিতে হবে।
গবেষণা বলছে দেশে মে মাসে ফ্লু’র যে প্রকোপ বাড়ে তা শুরু হয় ঢাকা ও চট্টগ্রাম মহানগরী থেকে।
বিজ্ঞানীরা আরো বলছেন, সব সর্দি-কাশি বা জ্বরই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা হয় না।