অপরাধের অভয়ারণ্য কবিরপুর, ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা (ভিডিও)

SHARE

 ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার , ০৭ সেপ্টেম্বর ২০২২ : শিল্পাঞ্চল এলাকা আশুলিয়ার কবিরপুর এখন আতঙ্কের জনপদ। রাত নামলেই এখানে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটে হরহামেশা। নারী নির্যাতনের ঘটনাও ঘটে গহীন বনে। তবে, এসব ঘটনার মামলা না হওয়ায় ধরাছোঁয়ার বাইরে থাকছে অপরাধীরা।

নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকা। এখানে ৫৩০ একর বিস্তৃত জায়গা নিয়ে রয়েছে বাংলাদেশ বেতার কেন্দ্র। যার আওতাধীন বিশাল এই বনাঞ্চল।

আর এই বন যেন পরিণত হয়েছে অপরাধীদের আস্তানায়। দিনের আলোতে স্বাভাবিক মনে হলেও এখানে রাতে চলে মাদক সেবন, ডাকাতি ও ধর্ষণের মত ঘটনা।

যদিও এসব ঘটনার কোন অভিযোগপত্র জমা হয়নি থানায়। এমনকি পুলিশের কাছ থেকেও কোন সহোযোগিতা পান না বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় একজন বলেন, মেয়েদের শ্লীলতাহানী, ছেলেদের টাকার জন্য জিম্মি করে রাখা এগুলো চলে। আরেকজন বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন হলেই এদের উৎপাত বেশি পরিলক্ষিত হয়।

গত ২৭ আগস্ট রাতে, ডাকাতির ঘটনা ঘটে এই সড়কে। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।

সড়কে নিরাপত্তা জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানায় পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক জিয়াউল ইসলাম বলেন, আমরা খতিয়ে দেখব কোথায় সমস্যা হচ্ছে।

গত ২২ মার্চ, একই কারণে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।