সাত হাজার কোটি টাকায় ইসির দুই লাখ ইভিএম কেনার প্রস্তুতি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার , ০৭ সেপ্টেম্বর ২০২২ : নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যখন বিপরীত মেরুতে আওয়ামী লীগ ও বিএনপি। তখন এই যন্ত্রে ভোট নিতে প্রায় ৭ হাজার কোটি টাকার নতুন প্রকল্পে ব্যস্ত নির্বাচন কমিশন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় ৭ হাজার কোটি টাকার নতুন প্রকল্প হাতে নিয়েছে ইসি। এর আওতায় কেনা হবে দুই লাখ ইভিএম।

নতুন করে দুই লাখ ইভিএম কিনবে ইসি। গত বছর একেকটি ইভিএম দুই লাখ পাঁচ হাজার টাকায় সরবরাহ করেছিল সেনাবাহিনীর প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। তবে এবার দাম কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে অন্যান্য খরচ মিলিয়ে প্রকল্প ব্যয় প্রায় সাত হাজার কোটি টাকারও বেশি।

বর্তমান নির্বাচন কমিশনের হাতে যে দেড় লাখ ইভিএম আছে, তা দিয়ে ভোট করা যাবে ৭০ থেকে ৭৫টি আসনে। কমিশনের আশা ভোটের আগেই বাকি দুই লাখ ইভিএম সরবরাহ করবে বিএমটিএফ। নির্বাচন কমিশন বলছে, প্রকল্প বাস্তবায়ন হলে, দেড়শো আসনে ভোট হবে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

এর আগে স্থানীয় ও জাতীয় নির্বাচনে যেসব জায়গায় ইভিএম এ ভোট হয়েছিলো। আগামী নির্বাচনে সেসব জায়গায় ভোট হবে এই মেশিনে। সেই সাথে ইভিএম’র ভোটে গুরুত্ব পাবে শহর এলাকা।

তবে এই অল্প সময়ে দেড়শো আসনের জন্য ইভিএম সংগ্রহই এখন ইসির সামনে বড় চ্যালেঞ্জ।