২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ‘হাওয়া’ দেখলেন, রেকর্ডেরও দাবি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,মঙ্গলবার , ০৬ সেপ্টেম্বর ২০২২ : দেশে গত ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হাওয়া’ সিনেমা। মুক্তির আগে ট্রেলার ও ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এতে সিনেমাটির প্রতি আগ্রহ বেড়ে যায় দর্শকের।

নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালত এই সিনেমাটি মুক্তির পর দর্শক ও তারকাদের প্রশংসা লাভ করতে থাকে। সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্যও দেখা যায়। আর সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের সুবিধার্থে হল সংখ্যা বাড়তে থাকে। এতে দর্শকরাও সহজেই দেখার সুযোগ পান সিনেমাটি।

‘হাওয়া’র সাফল্য এখন দেশ পেড়িয়ে দেশের বাইরে বয়ে বেড়াচ্ছে। প্রবাসী বাঙালিরা পরিবার নিয়ে সিনেমাটি দেখার জন্য ছুটে যাচ্ছেন হলে। আবার স্ত্রী ও সন্তানকে নিয়ে ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করেও ‘হাওয়া’ দেখেছেন।

নব্বই দশকের জনপ্রিয় তীর্থক ব্যান্ডের ভোকাল আইকো কাজী বর্তমানে পরিবার নিয়ে কানাডায় থাকেন। শনিবার (৩ সেপ্টেম্বর) কানাডা থেকে তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, “২৫০ কিমি ড্রাইভ করে ‘হাওয়া’ সিনেমা দেখলাম। রেকর্ড বটে!”

চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি তার কাছে ভালো লেগেছে। এছাড়া দেশের যেকোনো ভালো কিছু তাদের আনন্দ দেয় বলেও জানিয়েছেন আইকো কাজী।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের অধীনে প্রযোজিত এবং ফেসকার্ড প্রোডাকশনের অধীনে নির্মিত ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু প্রমুখ।