ব্ল্যাকে টিকিট কেটে ‘পরাণ’ দেখলেন শরিফুল রাজ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শনিবার , ২৭ আগস্ট ২০২২ : এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমায় এখনো মজে আছে দর্শক। সময়ের সঙ্গে সঙ্গে হলের সংখ্যা বেড়েই চলছে। হলগুলোয়ও দর্শকের উপচেপড়া ভিড় চোখে পড়ে।

মুক্তির প্রায় দুই মাসে এসেও সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ তুঙ্গে। তাই তো এখনো ‘পরাণ’ দেখার জন্য ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। অভিনেতা শরিফুল রাজ এমনটাই জানিয়েছেন।

শুক্রবার (২৬ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ব্ল্যাকে টিকিট বিক্রির বিষয়টি জানান শরিফুল রাজ। তিনি ক্যাপশনে লিখেন, “জীবনে বহু সিনেমা ব্ল্যাকে টিকিট কেটে দেখেছি। আজকে আমার সিনেমা ‘পরাণ’ এর অষ্টম সপ্তাহে এসেও মধুমিতায় ব্ল্যাকে টিকেট কেটে সিনেমা দেখতে হল। সাথে পরাণের পরিচালক রায়হান রাফি।”

অভিনেতার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, মধুমিতা সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছেন নির্মাতা রায়হান রাফি ও অভিনেতা শরিফুল রাজ। এ সময় তাদের মুখে মাস্ক ছিল। আর দর্শক বেশে হলে যাওয়ার পর জানতে পারেন, আগেই সিনেমার টিকিট বিক্রি শেষ হয়েছে। এ সময় ব্ল্যাকে টিকিট কেটে দ্রুত হলের ভেতর ঢুকে পড়েন তারা। তবে পুরো বিষয়টিই মজার ছলে করেছেন তারা। আর ভক্ত-অনুরাগীরাও মজার ছলে নিয়েছেন বিষয়টি।

‘পরাণ’ সিনেমায় শরিফুল রাজ ছাড়াও রয়েছেন বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এছাড়াও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, নাসির উদ্দিন খান প্রমুখ।