কুড়িগ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

SHARE

1281কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভা এলাকার নারিকেল বাড়ি কেন্দ্রে  দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। কাউন্সিলর প্রার্থী কয়সার আলী ও নুরুল ইসলাম জুল্লুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

এর আগে, ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে উলিপুরের মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার উলিপুর, নাগেশ্বরী ও কুড়িগ্রাম পৌরসভায় ৬৩টি ভোটকেন্দ্রে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি।