অভিযোগ পেলেই ব্যবস্থা : জেলা প্রশাসক

SHARE

1279নির্বাচনে কোন প্রকার জালিয়াতি ও প্রতারণার অভিযোগ পেলেই ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া। বুধবার দুপুরে সাভারের রেডিও কলোনি সরকারি প্রাথমিক কেন্দ্রে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকল্পে আমরা সব ধরনের ব্যাবস্থা গ্রহণ করেছি। ভোটাররা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সকাল থেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্ধারিত সময়ের মধ্যেই আশানুরোপ ভোটগ্রহণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।