গাজীপুরে ট্রাকচাপায় রিকশাচালক নিহত

SHARE

1270গাজীপুর মহানগরীর ঝাজর এলাকার ট্রাকচাপায় এক রিকশাচালক (৪০) নিহত হয়েছেন। এ সময় ওই রিকশার এক যাত্রী (৩০) আহত হয়েছেন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাহার আলম জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা বাইপাসের ঝাজর এলাকায় যাত্রী নিয়ে একটি রিকশা রাস্তা পার হওয়ার সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক নিহত এবং এক যাত্রী আহত হন। পরে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার এবং ট্রাকটি আটক করা হয়েছে।