বরিশালে জাটকা ইলিশসহ আটক ২

SHARE

1297বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে নিষিদ্ধ বাধা জাল ও জাটকা ইলিশসহ দুই জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় একটি নৌকা জব্দ করা হয়। মঙ্গলবার সকালে এ অভিযান চালানো হয়।

আটক জেলেরা হলেন, সদর উপজেলার চরমোনাই এলাকার আরিফ হোসেন ও মেহেন্দীগঞ্জের ভোলানাথ এলাকার খোকন মিয়া।

মৎস্য কর্মকর্তা (ইলশ) বিমল দাস বলেন, নিষিদ্ধ বাধা জাল পেতে জাটকা ও অনান্য পোনা মাছ নিধন করা হচ্ছে এমন খবর পেয়ে নৌ-পুলিশের সহায়তায় তারা অভিযান চালান। এ সময় দুই জেলেকে ২০ কেজি জাটকা ও কাচি মাছ এবং নৌকাসহ আটক করা হয়। আটক দুই জেলেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নেয়া হয়েছে। মাছ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা ।