ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),হিলি পৌর প্রতিনিধি,সোমবার, ০২ মে ২০২২ : যখন সংসারে অভাব অনটনের কারণে দু’বেলা খাবার ঠিকমতো জোটে না সন্তানদের মুখে তখন স্বামীর নেশার টাকা দিতে না পারায় চলে নির্যাতন। এমন নির্যাতন সহ্য করতে না পেরে হিলিতে পিংকি আক্তার (২৩) নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে।
রোববার (০১ মে) রাত ৯টায় হিলি পৌর এলাকার মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পিংকি ওই এলাকার সেলিম হোসেনের স্ত্রী।
নিহতের ভাই মো. রবিউল আওয়াল বলেন, আমার ভগ্নিপতি সেলিম হোসেন প্রতিনিয়ত নেশা করে থাকে এবং বাড়িতে এসে আমার বোনকে মারপিট করত। নেশার টাকার জন্য প্রায়ই আমার বোনকে মারধর করত। যে সংসারে ঠিকমতো দুবেলা খাবারই জোটে না, সেখানে আবার নতুনভাবে স্বামীর নেশার টাকা জোগাতে আরেক নির্যাতন। কিছুদিন আগে আশা এনজিও থেকে ত্রিশ হাজার টাকা তুলে দেন আমার বোন। সেই টাকা শেষ করে রোববার আবারও টাকা চায় আমার ভগ্নিপতি। টাকা না দিলে আমার বোনকে মারপিট শুরু করে। তার শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল হোসেন জানান, পারিবারিক কলহের কারণে রোববার রাত ৯ টায় মাঠপাড়ার দুই সন্তানের জননী সেলিম হোসেনের স্ত্রী পিংকি নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে, এটা হত্যা না আত্মহত্যা।