ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ০১ মে ২০২২ : রাজধানীতে খালি বাসা থেকে ৩৭ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ২ লাখ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় গৃহকর্তার মামলায় সন্দেহভাজন তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ এপ্রিল) রাতে ৭-৮টার দিকে মোহাম্মদপুরের এক বাসায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ওই বাসার গৃহকর্মী পারভীন এবং ভবনের নিরাপত্তারক্ষী শহীদুল ও দেলওয়ার।
ওই বাসার গৃহকর্তা ইমামুল আরাফাত জানান, ওই দিন সন্ধ্যায় তিনি ঈদের ছুটিতে স্ত্রীকে যশোরে পাঠাতে বিমানবন্দরে যান। সেখান থেকে ফিরে দেখেন চোরেরা আলমারি ভেঙে ৩৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ টাকা। এ ছাড়া তারা দুটি ল্যাপটপ এবং নগদ ২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।
রোববার (১ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল লতিফ বলেন, বাসার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে চোরেরা। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।