মাটি খুঁড়তেই বেরিয়ে এলো টাকা ভর্তি কলস

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পাবনা প্রতিনিধি,রোববার, ০১ মে ২০২২ : মাটি খুঁড়তেই বের হয়ে এলো ২টি সিলভারের কলস। আর সেই কলসের মুখ খুলতেই পাওয়া গেল ১০০ থেকে ১ হাজার টাকার বান্ডিলের নোটের লাখ লাখ টাকা। এগুলো কোনো গুপ্তধন নয়, চট্টগ্রামের বিভিন্ন ডিলারের কাছ থেকে হাতিয়ে নেওয়া দেড় কোটি টাকার কিছু অংশ মাত্র। টাকা আত্মসাতকারী ফারুককে ধরা না গেলেও পাবনা থেকে ৩২ লাখ টাকাসহ আটক করা হয়েছে তার স্ত্রীকে।

পাবনার হেমায়েতপুরে রান্না ঘরের মাটি খুঁড়ে ২টি কলস পান পুলিশ সদস্যরা। কাপড় এবং পলিথিন দিয়ে বন্ধ করা মুখ খুলতেই মিলল টাকার বান্ডিল।


চট্টগ্রাম কোতোয়ালি থানার উপ পরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘আমরা মাটি খুঁড়ে কাপড় ও পলিথিন দিয়ে মুখ বন্ধ অবস্থায় ২টি কলস পাই। পরে মুখ খুলতেই টাকার বান্ডিল বেরিয়ে আসে।’

একটি ইলেকট্রনিকস সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের এরিয়া সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন ফারুক হোসেন। ঈদ অফারের নামে ডিসকাউন্টে পণ্য দেওয়ার কথা বলে গত এক মাসে ডিলারদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে গা ঢাকা দেয় সে।
চট্টগ্রামের নিউ রাজ এন্টারপ্রাইজের মালিক জসীম উদ্দিন রাজু বলেন, ‘ফারুক আমাদের কাছ থেকে প্রতিদিনের মতো টাকা নিয়েছেন। তবে সে টাকা আমাদের নামে জমা না করে নিজের কাছে রেখে দিয়েছেন।’

ডিলারদের কাছ টাকা আত্মসাতের অভিযোগ পেয়েই অভিযানে নামে পুলিশ। কিন্তু তার আগেই টাকা নিয়ে চট্টগ্রাম ছেড়ে পালান ফারুক হোসেন ও তার স্ত্রী। এর মধ্যে তারা দু’বার স্থান পরিবর্তনও করেন। শেষ পর্যন্ত চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ পাবনায় অভিযান চালিয়ে ফারুকের স্ত্রীকে আটকের পাশাপাশি ৩২ লাখ টাকা উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ কবির বলেন, ‘প্রায় এক কোটি টাকা নিয়ে অভিযুক্ত ফারুক ও তার স্ত্রী কোম্পানিকে কোনোকিছু না জানিয়ে পালিয়ে যান। এ ঘটনায় মামলা দায়েরের পর আমরা পাবনার হেমায়েতপুর থেকে ৩২ লাখ টাকাসহ ফারুকের স্ত্রীকে আটক করি।’

আত্মসাৎ করা টাকার বিশাল একটি অংশ আত্মীয়দের মাঝে বণ্টন করার কথা স্বীকার করেছেন ফারুকের স্ত্রী। এ ঘটনায় ফারুক হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন ডিলাররা।