খুলনা নির্মাণাধীন মার্কেটের সেপটিক ট্যাংকে পড়ে মারা যায় আব্দুল্লাহ।
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),খুলনা প্রতিনিধি,শনিবার, ২৩ এপ্রিল ২০২২ : খুলনা নির্মাণাধীন মার্কেটের সেপটিক ট্যাংকে পড়ে আব্দুল্লাহ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে মহানগরীর খালিশপুর পৌর সুপার মার্কেটে এ দুর্ঘটনা ঘটেছে। শিশুটি খালিশপুর বঙ্গবাসী এলাকার আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানান, খালিশপুর পৌর সুপার মার্কেটটি নির্মাণাধীন। ওই মার্কেটের সেপটিক ট্যাংক নির্মাণের কাজও শেষ হয়নি। সেটি খোলা ছিল। আব্দুল্লাহ তার আশপাশে খেলতে খেলতে ওই ট্যাংকে পড়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর অবশেষে বাচ্চাটিকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি।
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, নির্মাণাধীন খালিশপুর পৌর সুপার মার্কেটের সেপটিক ট্যাংকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। মার্কেট নির্মাণের কাজ যথাসময়ে কাজ শেষ করতে না পারায় বিশ্বব্যাংক ফান্ড বন্ধ করে দিয়েছে। যে কারণে নির্মাণাধীন মার্কেটটি ঠিকাদারদের দায়িত্বে নেই। শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।