জনগণ আ.লীগ সরকারের পতনের অপেক্ষায় আছে: শামা ওবায়েদ

SHARE

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ফরিদপুরের নগরকান্দা প্রতিনিধি, শনিবার, ২৩ এপ্রিল ২০২২ : ফ্যাসিবাদী আওয়ামী লীগের অনির্বাচিত সরকারের অধীনে সাধারণ মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, জনগণ আওয়ামী লীগ সরকারের পতনের অপেক্ষায় আছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

শামা ওবায়েদ বলেন, সাধারণ জনগণ আজ ভালো নেই। সবাই এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন চায়।

সরকার উদ্দেশে তিনি বলেন, এসি রুমে বসে দেশ উন্নয়নের স্বপ্ন দেখছেন। গ্রামে আসুন, সাধারণ জনগণের সঙ্গে মিশে দেখুন তারা কেমন আছে। তাহলেই বুঝতে পারবেন দেশকে কোথায় নামিয়েছেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ইছা, ফরিদপুর জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক জসিম মৃধা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, পৌর যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলালুদ্দিন হেলালসহ স্থানীয় নেতৃবৃন্দ।