নচিকেতা চক্রবর্তী
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ : বাংলা গানের দুনিয়ার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। নতুন রিয়েলিটি শো-এর হাত ধরে ছোট পর্দায় দেখা যাবে তাকে। সান বাংলায় আসছে ‘খুলে বলুন’ নামে অনুষ্ঠানটি।
নতুন এই শো-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন নচিকেতা। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে শো-এর প্রোমো। সেখানে দেখানো হয়েছে, ‘আপনার শহরে এসে আপনার মনের কথা শুনবেন নচিকেতা।’
চারপাশে যা ঘটছে, তার পক্ষে-বিপক্ষে নানান মতামত ওঠে আসে; সেই সবের আলোচনার জায়গা ‘খুলে বলুন’-এর মঞ্চ। রাজ্যের বিভিন্ন এলাকায় মানুষের কাছে সরাসরি পৌঁছে তাদের মতামত শুনবেন নচিকেতা।
আসছে ২৪ এপ্রিল থেকে শুরু হবে সান বাংলার এই নতুন নন ফিকশন শো-এর শুটিং। এদিন হাওড়ায় যাবে টিম ‘খুলে বলুন’।