অধিকারের স্বপ্নরঙে স্বাধীনতা ছুঁতে চায় নতুন প্রজন্ম (ভিডিও)

SHARE
Young

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ২৮ মার্চ ২০২২ : স্বাধীনতা শুধু কথামালার ফুলঝুরি নয়। রক্তের দামে কেনা ভূখণ্ডে সমতার স্বপ্ন দেখে সাধারণ মানুষ। স্বাধীনতার পঞ্চাশে প্রজন্ম ছুঁতে চায় পরাধীনতার শেকল ভাঙার রঙ, যে রঙে থাকবে শুধুই অধিকারের গল্প।

সমাজ তাদের পাগল বলে, কথাবার্তাও অসংলগ্ন, এরপরও কি খুব অসুবিধে হয়, বুঝে নিতে তাদের কষ্ট, তারাও আসলে স্বাধীনতাটাকে খুঁজছে তাদের মতো করেই।

দীর্ঘ নয় মাসের রণাঙ্গন দিয়েছে একটি স্বাধীন ভূখণ্ড, একটি মানচিত্র আর একটি রঙিন পতাকা। তবে সে রঙ কতোটুকুইবা ছুঁয়েছে স্বাধীনতার পঞ্চাশ? প্রজন্মের সুরেও উঠে এলো স্বাধীন সে আবেগের গল্প।

অনাগত ভবিষ্যতে স্বাধীনতার রূপ যেনো না হয় রূপকথার মতো, প্রজন্মের এমন শত-হাজার প্রত্যাশায় স্বাধীনতাও নিশ্চয়ই খুঁজে পাবে বাস্তবতার রঙ।