জাতির পিতার জন্মদিন আজ

SHARE
Nation Of Father

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ : আজ ১৭ মার্চ। বাঙালি জাতির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এবার উদযাপিত হবে দিনটি। এছাড়া দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপিত হবে।

দিনটি উপলক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। এছাড়া দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। এদিন বেলা ১১টায় প্রথমে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং এরপরই শ্রদ্ধা জানাবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনবাহিনী কতৃর্ক গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

উল্লেখ্য, ১৯২০ সালের এই দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের জন্ম। তার বাবা শেখ লুত্ফর রহমান এবং মাতা সায়েরা খাতুন। চার বোন, দুই ভাইয়ের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন তৃতীয়। তার ডাক নাম ছিল খোকা।