কলাবাগানের ঘটনাটির সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কায় ছাত্রীর পরিবার (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১৪ জানুয়ারি ২০২১ : রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিহতের পরিবার ও জাতীয় মহিলা পরিষদ। বুধবার সংবাদ সম্মেলনে তারা বলেন, ঘটনা ভিন্ন খাতে নিতে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে। ন্যায়বিচার নিশ্চিতে বেশ কিছু দাবিও জানান তারা।

রাজধানীর কলাবাগানে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘ্টনায় সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ।

এসময় সন্তান হত্যায় অভিযুক্তদের আড়ালের চেষ্টা চলছে, এমন অভিযোগ করেন নিহত কিশোরীর মা। তার দাবি, ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। একই অভিযোগ তার বাবারও।

মহিলা পরিষদের নেতারাও, ওই ঘটনায় ন্যায় বিচার নিয়ে শঙ্কার কথা জানান। এমন ঘটনা প্রতিরোধে বেশ কিছু দাবিও জানান তারা।

প্রভাবমুক্ত থেকে এই মামলার তদন্ত চলবে, এমনটাই তাদের প্রত্যাশা।