ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,৩০ নভেম্বর : রাজধানীর কাফরুলে সীমা নামে এক নারীকে কুপিয়ে এবং পুড়িয়ে হত্যার ঘটনায় সৎ ছেলেসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ নভেম্বর) তাদের গ্রেফতার করে পুলিশ।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছিল পুলিশ। রোববার (২৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। কাফরুলে বাইশটেকির ইমামনগর এলাকার এই বাড়িটিতেই স্বামী ও সৎ ছেলে ও ছেলের বউসহ বসবাস করতেন সীমা।
প্রতিদিনের মতো রোববার সকালেও স্বামী কাজের জন্য বের হয়েছিলেন। কিন্তু এক ঘণ্টা পরই এলাকাবাসীর ফোনে বাসায় এসে বাসার দরজা খুলে সীমার পোড়া মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে পাঠায়।
স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরেই সৎ ছেলে নাহিদের সঙ্গে সীমার পারিবারিক কলহ চলছিল। শনিবার রাতে বাসায় এ বিষয়ে পারিবারিক বৈঠকও হয়। তাদের ধারণা, পারিবারিক বিরোধের কারণেই সৎ ছেলে নাহিদ, সীমাকে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে দেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
প্রতিবেশী ও স্বজনরা জানান, সীমাকে কুপিয়ে হত্যার করার পর তার গায়ে আগুন লাগিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।