ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১২ নভেম্বর : হঠাৎ করেই রাজধানীতে গণপরিবহণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্তত ছয়টি স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে মতিঝিল, প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং শাহবাগ এলাকায় দুটি বাস জ্বলতে দেখা যায়। পরে দ্রুত তা নেভানো হয়। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি।
এই ঘটনায় দুর্বৃত্তরা চিহ্নিত বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিএমপি।