উৎসবের নীল রঙে যুক্তরাষ্ট্র; সবার প্রেসিডেন্ট হতে চান বাইডেন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,০৮ নভেম্বর : উৎসবের নীল রঙে ছেয়ে গেছে গোটা যুক্তরাষ্ট্র। ডিলাওয়্যারের উইলমিংটনে বিজয় ভাষণে জো বাইডেন বলেন, সবার প্রেসিডেন্ট হতে চান তিনি। করোনা নিয়ন্ত্রণই হবে তার প্রথম কাজ। গতকাল পেনসিলভেনিয়া ও নেভাদায় জয় পেলে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট পদ নিশ্চিত হয় ৭৮ বছর বয়সী এই ডেমোক্রেট নেতার।

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। মার্কিন গণমাধ্যমে প্রজেকশনে ট্রাম্পকে হারিয়ে বাইডেন যখন ইলেকটোরাল ভোটের ম্যাজিক ফিগার অতিক্রম করেন, ততক্ষণে সবগুলো বড় শহরে শুরু হয়ে গেছে বিজয় উৎসব।

যে শহরে জন্ম সেই পেনসিলভেনিয়া থেকেই বিজয়ের রথ উড়ালেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। নিউইয়র্কের ম্যানহাটনে দুপুর থেকেই বাধভঙা উচ্ছাস। টাইমস স্কয়ারেও জড়ো হন হাজারো বাইডেন সমার্থক।

সমর্থকরা বলেন, সবচেয়ে ভালো মানুষটি এখন আমাদের প্রেসিডেন্ট। আশা করছি জনগনের প্রত্যাশা পূরণ করবেন তিনি। ট্রাম্পের যেহেতু পতন হয়েছে এটাই আমাদের জন্য বড় আনন্দের খবর। আমার বিশ্বাস বাইডেন পুরো পৃথিবীকেই বদলে দেবেন।

সন্ধ্যায় ডেলাওয়্যারের উইলমিংটনে, বিজয় ভাষণ দেন জো বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘এ বিজয় গণতন্ত্রের বিজয়। এটি সত্যের জয়। বিভক্তি দূর করে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ে তোলা হবে। আমার প্রথম কাজই হবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বাত্মক ব্যবস্থা নেয়ার।’

হোয়াইট হাউজের বাইরেও বাইডেন সমর্থকদের উল্লাস ছিলো চোখে পড়ার মতো। ওয়াশিংটন ডিসি-তে সন্ধা থেকে ভিড় করেন বাইডেন সমর্থকরা।

নিজের টুইটার থেকে জয়ের আনন্দ শেয়ার করেন কমলা হ্যারিস।

টুইটে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বুশের ভাই জেব বুশ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রিটিশ প্রধানমন্ত্রীসহ বিশ্ব নেতারা।

লেডি গাগা, সাকিরার মতো তারকারাও খুশি বাইডেনের জয়ে।