ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৭ নভেম্বর : রাজধানী ঢাকা। দেড় কোটিরও বেশি মানুষের বসবাস এ নগরীতে। পরিকল্পিত গণপরিবহন ব্যবস্থা গড়ে না ওঠায় ভোগান্তি যেখানে নিয়মিত। নিম্ন ও মধ্যবিত্তের স্বস্তির জন্য সিএনজি চালু হলেও হাজারও অভিযোগ এই বাহনে।
বিআরটিএর নিবন্ধন অনুযায়ী রাজধানীতে সিএনজি অটোরিকশার সংখ্যা ১৮ হাজার। বেসরকারিভাবে চলছে আরও হাজার পাঁচেক।
যার চালক-মালিকদের দুঃখ; অভিনব কায়দায় অটোরিক্সার চুরি-ডাকাতি। চুরির পর আবারও তা মালিকদের কাছে মুক্তিপণের বিনিময়ে ফিরিয়ে দেয় দালালরা।
এই চক্রের সাথে যোগাযোগ হয় চ্যানেল টোয়েন্টি ফোরের। সিএনজি চালক অথবা মালিক সেজে আরার কখনও অসুস্থ রোগীর বেশে কৌশলে সিএনজি চুরির কথা স্বীকার করেন এই দালাল।
চুরির পর স্পটলাইটে দালালরা। চোর যেমন তাকে জানিয়ে দেয় চুরির কথা। ঠিক তেমনি মালিকও সিএনজি উদ্ধারে খোঁজ করে। ৬০ হাজার থেকে লাখ টাকার বিনিময়ে ফিরে পাওয়া যায় চুরি যাওয়া সিএনজি।
দালাল সিন্ডিকেটের অন্যতম হোতা স্বপন। যিনি সিএনজি চুরির দায়ে ১৭ মাস জেল খেটে দুসপ্তাহ আগে বের হয়েছেন। একই অপরাধে কয়েকবার জেলে গেলেও আবারও ধরা পড়েছেন গোয়েন্দাদের জালে।
গোয়েন্দা কর্মকর্তাদেরও জানা বেশ কয়েকটি চক্রের উপস্থিতি। বার বার আইনের জালে আনা হলেও জামিনে বের হয়ে আরারও তারা একই কাজ করে।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তথ্য পেলে পুরো চক্রকে নির্মূল করা সম্ভব বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।