মেঘনায় জামাল হোসন মোল্লাকে ক্রস ফায়ারের হুমকি দিয়ে মোটা অংকের চাঁদা দাবী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৪ সেপ্টেম্বর : কুমিল্লা মেঘনা উপজেলার মোঃ জামাল উদ্দিন মোল্লাকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ আগষ্ট আনুমানিক সকাল ১০ ঘটিকায় সময় মোঃ কামরুল আলম মোল্লা নামে এক ব্যাক্তি নিজেকে নারায়গঞ্জ সদর থানার ওসি পরিচয়ে দিয়ে সাথে পিস্তল ও অকিটকি সাথে নিয়ে মোঃ জামাল হোসেন মোল্লাকে খোজাখুজি করিতে থাকে। কথার এক পর্যায়ে মোটা অংকের টাকা দাবী করে ও বৃদ্ধ পিতা,স্ত্রী,শ্যালিক,মেয়েদেরকে ভয় ভীতি দেখাতে থাকে। মোটা অংকের টাকা দিতে ব্যর্থ হলে মোঃ জামাল হোসেন মোল্লাকে ক্রস ফায়ারের ভয় দেখায়। উক্ত তারিখে ০১৯৪৪১২১৯১২ হইতে ০১৭১৯৮৪৪৪৫৪ শিউলি আক্তারের মোবাইল ফোনে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করতে থাকে। ২৫ আগষ্ট তারিখে আইজিপি কমপ্লেইন মনিটরিং সেল,পুলিশ হেডকোয়াটাস,ঢাকা অফিসের বরাদ্ধে এই বিষয়গুলি জানা যায়। আবেদনকারী মোঃ জামাল উদ্দিন বলেন,উনার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামে শান্তিপৃর্নভাবে পিতা,আত্মীয় স্বজন নিয়ে গ্রামের বসবাস করছিলেন । গত ২৪ আগষ্ট সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় মোঃ কামরুল আলম মোল্লা নিজেকে নারায়নগঞ্জ সদর থানার ওসি পরিচয়ে তাহার মানিকারচর গ্রামে গিয়ে পিস্তল বাহির করে জামালউদ্দিনের পরিবারদেরকে ভয় ভীতি ও ক্রস ফায়ারের হুমকি প্রদান করে। সে কথার এক পর্যায়ে মোটা অংকের টাকা দাবী করে তাহার পরিবারে কাছে। তাহার পরিবার টাকা দিতে ব্যর্থ হলে মোঃ জামাল উদ্দিন মোল্লাকে ক্রস ফায়ার ও তাহার পরিবারকে একাধিক মিথ্যা মামলার হুমাকি প্রদান করে। আবেদনকারী আবেদনে জানা যায় মোঃ কামরুল আলম মোল্লার গ্রামের বাড়ী ইছাখালী,থানা গোপালগঞ্জ,জেলা গোপালগঞ্জ। তাহার আপন ছোট ভাই মোঃ রবিউল আলম মোল্লা পুলিশে সাব ইন্সপেক্টর। সে আবেদনকারীর পরিবারদেরকে তাহার ছোট ভাই দিয়ে বিভিন্ন থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়। সে উক্ত তারিখে রাতে মোবাইল নাম্বারে ফোন দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। মোঃ জামাল হোসেন মোল্লা তাহার পরিবারের নিরাপত্তা ও ন্যায় বিচার চেয়ে প্রধান মন্ত্রী,সরাষ্ট্র মন্ত্রী,মহা পুলিশ পরিদর্শক,ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ বরাবরে লিখিত আবেদন করেন। আবেদনে জানা যায়, মোঃ জামাল উদ্দিন মোল্লার গ্রামের বাড়ী মানিকারচর,মেঘনা উপজেলা,কুমিল্লায়।