সংসদ সদস্য শহীদুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ঢাকা প্রতিনিধি,০২ মে : বাংলাদেশে এই প্রথম একজন সংসদ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি হলেন নওগাঁর-২ আসনের এমপি ও সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার। তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছেন। শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ধরা পড়ে।সাবেক হুইপ শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি বর্তমানে ন্যামে তার জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে আছেন বলে জানা গেছে।

সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক যমুনা নিউজকে জানিয়েছেন, আক্রান্ত সংসদ সস্যের জ্বর হওয়ায় তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকের পরামর্শে তিনি নিজ ফ্ল্যাটেই আইসোলেশনে আছেন। তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তবে এই মুহূর্তে তার কাশি বা অন্য কোনো বড় উপসর্গ নেই। তার শারীরিক অবস্থা ভালো।তবে, কীভাবে শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।