ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নিজস্ব প্রতিনিধি,০১ মে : সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে গুজব সৃষ্টি ও অপপ্রচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে দিনাজপুর র্যাব-১৩।
আটককৃত যুবকের নাম ফরিদুল ইসলাম (২৮)। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার যাদববাটি গ্রামের পৈমদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করে র্যাব।
র্যাব জানায়, ডিজিটাল মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা, অশ্লীল ও মানহানিকর তথ্য প্রচার করায় ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩’র ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুর ৩০ এপ্রিল রাতে আটোয়ারীর যাদববাটি গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
এ সময় মোবাইল ফোন জব্দ করে তার ব্যবহৃত ফেইসবুক আইডি সার্চ করে বিভিন্ন প্রকার মিথ্যা, অশ্লীল ও মানহানিকর পোস্ট করার প্রমাণ পাওয়া যায়।