ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,০৬ এপ্রিল : করোনা সংক্রমন রোধে দেশের বিভিন্ন জায়গা থেকে তাবলিগ জামাতের ৩২১ জন বিদেশি মুসল্লিকে ঢাকায় এনে দুটি মসজিদে রাখা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দেশের বিভিন্ন স্থান থেকে তাদের রাজধানীতে আনা হয়। পুলিশ জানিয়েছে, আপাতত মসজিদ দুটিতে বাইরে থেকে কাউকে প্রবেশ করতে কিংবা ভেতর থেকে কাউকে বের হতে দেয়া হচ্ছে না।
দ্বীনের দাওয়াত দিতে বছরজুড়ে দেশব্যাপী ঘুরে বেড়ান তাবলীগ জামাতের সদস্যরা। অন্য দেশে গিয়েও ইসলামের দাওয়াত দিয়ে থাকেন তারা।
বাংলাদেশে থাকা ভারতসহ বিভিন্ন দেশের মোট ৩২১ জন বিদেশি তাবলীগ জামাতের সদস্যকে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এনে দুটি মসজিদে রাখা হয়েছে। মূলত কোভিড ১৯ ভাইরাস সংক্রমণ রোধেই এ ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন।
এদের মধ্যে সাদপন্থী ১৯১ জনকে রাখা হয়েছে রাজধানীর কাকরাইল মসজিদে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, মসজিদে কাউকে ঢুকতে বা মসজিদ থেকে কাউকে বের হতে দেয়া হচ্ছে না।
জোবায়েরপন্থী বাকি ১৩০ জনকে রাখা হয়েছে যাত্রাবাড়ীর মদিনা মসজিদে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, মদিনা মসজিদের তৃতীয় ও চতুর্থ তলায় তাদেরকে কোয়ারেন্টাইনে করে রাখা হয়েছে।
সম্প্রতি ভারতের দিল্লিতে তাবলীগ জামাতের একটি সমাবেশে অংশ নেয়া মুসল্লিদের মধ্যে কমপক্ষে ৬৫০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে।