ভাইস চেয়ারম্যানের বাড়ি থেকে স্কুলের ইট উদ্ধার!

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি,১৬ মার্চ : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডলের বাড়ি থেকে বিদ্যালয়ের ভাঙ্গা ভবনের ইট উদ্ধার করেছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। এ সময় স্কুলের নৈশপ্রহরি  কুতুব উদ্দিন এর বাড়ি থেকে বিদ্যালয়ের পুরাতন কাঠ, টিন, রড,দরজা ও জানালা  উদ্ধার করা হয়

রবিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম পুলিশ নিয়ে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বিভিন্ন কাঠের মিলে অভিযান চালিয়ে প্রায় চার লক্ষ টাকার গাছ উদ্ধার করেন। সন্ধ্যায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন এর বাড়ি থেকে সাত হাজার, বিদ্যালয়ের পাশে আনোয়ার হোসেন এর বাড়ি থেকে চার হাজার পাঁচশত, আব্দুল হকের বাড়ি থেকে দুই হাজার, রিয়াজুলের বাড়ি থেকে দুই হাজার ইট উদ্ধার করেন। এ ছাড়াও কুতুব মিয়ার বাড়ি থেকে এক হাজার ২০০, আইয়ূব আলীর বাড়ি থেকে এক হাজার ও জাহাঙ্গীরের বাড়ি থেকে ৫০০ সহ প্রায় উনিশ হাজার ইট উদ্ধার করেন। এ সময় নৈশপ্রহরি কুতুব উদ্দিন এর বাড়ি থেকে বিদ্যালয়ের পুরাতন কাঠ, টিন, রড,দরজা ও জানালা উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের শরিয়ত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  নতুন ভবনের কাজের টেন্ডার হলে পুরাতন ভবন ভেঙ্গে ফেলে ঐ স্থানে অস্থায়ী ঘর তুলে পাঠ দান চালিয়ে যেতে বলা হয়। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষের কতিপয় সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডলের যোগসাজসে অর্ধশতাধিক বছরের বিশাল আকৃতির কাঠাল, শিশু মেহগনিসহ ১৫ টি গাছও কেটে ফেলে। সেই সাথে পুরাতন ভবনের ইট সহ অন্যান্য মালামাল বিক্রি করে। উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এসব কর্মকান্ড করা হয়েছে বলে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা কৃষি অফিসারকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

প্রধান শিক্ষক রফিকুর ইসলামের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছেন কি না জানতে চাইলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোত্যির্ময় চন্দ্র সরকার জানান, ইউএনও স্যার চার সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পেলেই বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জান বলেন, দুই এক দিনের মধ্যেই আমি তদন্ত কাজ শুরু করবো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের গাছ, ইট ও অন্যান্য মালামাল উদ্ধার করা হচ্ছে এবং তদন্ত কমিটি প্রতিবেদন দিলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।