ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বামনা (বরগুনা) প্রতিনিধি,১৬ মার্চ : অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে রাতের আঁধারে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া ও তাঁকে নির্যানের প্রতিবাদে মানববন্ধন করেছেন বরগুনার বামনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
আজ সোমবার (১৬ মার্চ) সকালে বামনা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন বামনা প্রেস ক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, সাবেক সভাপতি এম.এ মতিন আকন্দ, স্থানীয় দৈনিক সাগরকূল সম্পাদক ও প্রকাশক নেসার উদ্দিন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নাসির মোল্লা, সাংবাদিক হাবিবুর রহমান, নির্ঝর কান্তি বিশ্বাস ননী প্রমুখ।
বক্তারা বলেন, গত শুক্রবার গভীর রাতে কুড়িগ্রামের জেলা প্রশাসক নিয়ম বহির্ভুতভাবে সাংবাদিক রিগানের বাড়িতে ঢুকে তাঁকে তুলে আনেন। তাঁকে ডিসি অফিসে নিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়। তাঁরা অবিলম্বে ঘটনায় জড়িত কুড়িগ্রাম জেলা প্রশাসকসহ জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ তাঁকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।