ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সুনামগঞ্জ প্রতিনিধি,১৬ মার্চ : সুনামগঞ্জে চাঞ্চল্যকর শিশু তুহিন হত্যা মামলায় বাবা আব্দুল বাছির (৪০) ও চাচা নাছির উদ্দিনকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৬ মার্চ) সকালে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় ঘোষণা করেন।
অপরাধ প্রমাণিত না হওয়ায় দুই চাচা মাওলানা আবদুল মোছাব্বির (৪৫) ও জমশেদ আলীকে (৬০) খালাস দেন আদালত।
গত বছরের ১৪ অক্টোবর রাতে শিশু তুহিনকে হত্যা করা হয়।
পরদিন সকালে বাড়ির পাশের একটি গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় তুহিনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। তুহিনের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা ছিল। পেটে বিদ্ধ ছিল দুটি ছুরি।
এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে পরদিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন।