পাপিয়াকে গ্রেপ্তার সরকারের জিরো টলারেন্সের ফল: কাদের

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ষ্টাফ রিপোর্টার,২৪ ফেব্রুয়ারি : সরকারের জিরো টলারেন্স নীতির কারণেই অপরাধী হিসেবে পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, পাপিয়ার পরিচয় যাই হোক তাকে শাস্তির আওতায় আনা হবে। তার পেছনে যারা আছে তাদেরও খুঁজে বের করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, পাপিয়ার পরিচয় যাই হোক না কেন অপরাধের ধরন হিসেবেই তার বিচার হবে। বর্তমান সরকারের আমলে এ ধরনের অনেক অপরাধের বিচার চলছে। এমনকি দলীয় পরিচয় দেখে অপরাধী ধরার নির্দেশনা দেয়া হয়নি বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।গেল শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় শামীমা নূর পাপিয়া ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময়, তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান মুদ্রা, ১১ হাজার ৯১ মার্কিন ডলার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।