ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৯ নভেম্বর : কুমিল্লা দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের সকলের প্রিয় প্রবীণ ইংরেজি শিক মোহাম্মদ আলী (৬৫) স্যার চলে গেলেন পরপারে। তিনি ৭ নভেম্বর ’১৭ ইং মঙ্গলবার বিকাল ৪টার সময় নিজ বাড়ির পার্শ্বে গৌরীপুর বাসস্ট্যান্ডে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পরে ৮ নভেম্বর বুধবার হাজার হাজার মুসল্লিদের উপস্থিতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। এই প্রবীণ ও অতি মেধাবী শিক্ষকের চলে যাওয়ায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
সকলের প্রিয় ও আস্থাভাজন এই শিক্ষক যে প্রতিষ্ঠান থেকে শিা লাভ করেছিলেন, শিক্ষা জীবন শেষে তিনি ওই প্রতিষ্ঠানেই মহান পেশা শিক্ষকতা শুরু করেন। অত্যন্ত অবাক হওয়ার মত বিষয় যে, দীর্ঘ ৩৫ বছর শিকতা জীবনে তিনি কখনও স্কুলে অনুপস্থিত কিংবা বিলম্বে আসননি। পাঠদানের ক্ষেত্রে তিনি নিজেকে অত্যন্ত সুচারুরূপে উপস্থপান করতেন। সহজ-সরলভাবে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম এই শিক্ষক কর্মজীবনে হাজার হাজার শিার্থীকে প্রতিষ্ঠা পাইয়ে দিয়েছেন। তাঁর বহু ছাত্রছাত্রী বর্তমানে দেশে-বিদেশে সম্মানিত বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। এককথায়, মোহাম্মদ আলী স্যার ছিলেন, শিক্ষার্থী-অভিভাবকসহ সকলের প্রিয় একজন স্যার । তার মৃত্যুর সংবাদ শুনে তার বাড়িতে হাজার হাজার শিার্থী-শিকমন্ডলী ও শুভাকাঙ্খীর ঢল নামে তাকে শেষ বারের মত দেখার জন্য।
বুধবার সকলের প্রিয় শিক মরহুম মোহাম্মদ আলী স্যারের ১ম জানাজা বাদ যোহর গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের আজিজিয়া মাঠে এবং বাদ আছর দ্বিতীয় জানাজা পেন্নাই ঈদগাহ মাঠে পড়ানো শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।