পুলিশকে টাকা দিতে না পারায় চালক কারাগারে

SHARE

bowfolওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,পটুয়াখালী প্রতিনিধি,০৭ নভেম্বর : পুলিশের দাবিকৃত টাকা দিতে না পারায় ফরহাদ হোসেন (৩৫) নামের এক টমটম-চালককে হত্যা মামলার আসামি করে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী বলেন, আমার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এ ঘটনায় আমি কোনো মামলা করিনি। আর আমাদের কোনো অভিযোগও নেই। তবে পুলিশ লাশ ময়নাতদন্ত ছাড়াই দিয়ে দিবে বলে আমার কাছ থেকে সাদা কাগজে ৮ বার স্বাক্ষর নিয়েছিল।

জানা গেছে, গত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বাউফল-বগা সড়কের কাগুজিরপুল এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী টমটমের সঙ্গে ধাক্কা লাগে।

ওই সময় মোটরসাইকেলের চালক মো. অনতু (১৮) ও তার ছোট ভাই শামসুল আরেফিন (১৩) আহত হন। স্থানীয় লোকজন আহত দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরেফিনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে টমটম-চালক ফরহাদ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে আরেফিনের লাশের ময়নাতদন্ত করাতে চায় পুলিশ। আর এতে বাধা দেয় আরেফিনের স্বজন, সহপাঠীসহ স্থানীয় হাজারো মানুষ। এ নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। জনরোষের মুখে বেলা তিনটার দিকে সাদা কাগজে আরেফিনের মায়ের স্বাক্ষর রেখে পুলিশ লাশ দিয়ে দেয়। রাত সাড়ে আটটায় জানাজা শেষে আরেফিনের লাশ বিলবিলাস গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র শামসুল আরেফিন।

বাবা মো. সোহরাব হোসেন বিলবিলাস নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক। আরেফিনের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা কিংবা অভিযোগ করা হয়নি। এ কারণে ফরহাদের স্বজনেরা তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু পুলিশ ৩০ হাজার টাকা চেয়ে বেঁকে বসে। টাকা না দিতে পারায় মামলা দিয়ে পাঠানো হয় কারাগারে। বাউফল থানার মামলা নং ১১/১৭। টাকা দিতে না পারায় তাকে দুর্ঘটনার মামলায় আসামি করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে ফরহাদের স্ত্রী শিল্পী বেগম জানান। ফরহাদ হোসেনের বাড়ি উপজেলার ফায়ার সারর্ভিস এলাকায়।

বাউফল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, আরেফিনের মা আফরোজা কুমকুম বাদী হয়ে মামলা করেছেন। এ কারণে ফরহাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন মামলা চালাতে না চাইলে ফাইনাল দিয়ে দিব। কারও কাছে কোনো প্রকার টাকা চাওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।