শ্যাননের সঙ্গে ফলপ্রসু বৈঠক হয়েছে: ফখরুল

SHARE

rওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,রাজনৈতিক ভাষ্যকার,প্রতিনিধি,০৭ নভেম্বর : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যাননের ফলপ্রসু বৈঠক হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল সোমবার বেলা পৌনে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদেরকে এ তথ্য জানান।

ফখরুল জানান, বৈঠকের মূল অালোচনায় ছিল রোহিঙ্গা ইস্যু ও চলমান রাজনীতি। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

থমাস এ শ্যাননের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ৫ জন উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন এই বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে দু’দিনের সফরে শ্যানন রোববার ঢাকা আসেন।