‘জিয়া ছিলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার প্রধান পরিকল্পনাকারী’

SHARE

inu_109000ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,কুষ্টিয়া প্রতিনিধি,০৬ নভেম্বর :  জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সমগ্র জাতি যখন জাতীয় চার নেতার হত্যাকান্ডে বিনীত সোচ্চার তখন খালেদা জিয়া ও বিএনপি নীরব।

গত শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে ‘জেল হত্যা দিবস’র বিএনপির নীরব থাকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, এই নীরবতা আরেকবার প্রমাণ করলো বেগম খালেদা জিয়া ও বিএনপি হত্যা, খুন, অবৈধ ক্ষমতা দখল ও সামরিক স্বৈরতন্ত্রের প্রত্যক্ষ সমর্থক।

তথ্যমন্ত্রী বলেন, স্বৈরশাসক জেনারেল জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতার হত্যার প্রধান পরিকল্পনাকারী এবং হত্যাকান্ডে জড়িতদের আশ্রয়দাতা। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া ও বিএনপি ‘৭৫-এর খুনী ও চার জাতীয় নেতার খুনীদের প্রধান রাজনৈতিক আশ্রয়দাতা।