ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৮ আগস্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাতীয় জাদুঘরের সামনে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। এসময় ইমরান তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে কটূক্তি করলে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ইমরানসহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে।
এ প্রসঙ্গে ইমরান এইচ সরকার বলেন, কতিপয় ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। তারা বলে কিসের বন্যা দেশে কোনো বন্যা নেই। এই বলে পাথর ও লাঠিসোটা নিয়ে হামলা শুরু করে। আমিসহ আমাদের পাঁচ কর্মী আহত হয়। আমরা মামলা করব।