বান্দরবানে গাছের সাথে চাঁদের গাড়ির ধাক্কা: নিহত ৩

SHARE

jeep-crash-at-bandarban-dea_85265ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বান্দরবন প্রতিনিধি,২৬ জুন : অতিরিক্ত যাত্রী নিয়ে পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম থেকে কক্সবাজারের চকরিয়ায় আসার পথে চান্দের গাড়ি (জীপ) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ শিশু নিহত ও নারী-পুরুষসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে চকরিয়া-লামা সড়কের মিরিঞ্জা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন- আলীকদমের নয়াপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে মো.জাহেদুল ইসলাম (১৩), একই এলাকার মো.শফি আলমের ছেলে মো.সরওয়ার(১৩) ও বাদশা মিয়ার ছেলে হারুণ (১২)।
বান্দরবানে গাছের সাথে চাঁদের গাড়ির ধাক্কা: নিহত ৩
আহতরা হলেন-আলীকদমের রন্তুু (২৬), সুমিত বড়ুয়া (৩২), নুরুল আলম (৬৫), ওসমান সরওয়ার (১২), অনিল দাশ (৪০), দেলোয়ার (২১), আবদুল্লাহ (১৭), তন্ময় (৫৫), রিটা ত্রিপুরা (২৫), নজরুল (১৬), রিমন (১৫), বাবুল পাল (২৮)। তবে বাকি আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা.শর্মিলা চৌধুরী বলেন, দূর্ঘটনায় পতিত তিনজনের মধ্যে দুই জনের লাশ হাসপাতালে রয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তন্মধ্যে বেশ ক’জনের অবস্থা আশংকাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, আলীকদম থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে চকরিয়ায় আসছিল চান্দের গাড়িটি (জীপ)। গাড়িটি লামার মিরিঞ্জা এলাকায় পৌছলে চালক গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ শিশু মারা যায়। পরে খবর পেয়ে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দূর্ঘটনার স্থানটি চকরিয়ার নিকটবর্তী হওয়ায় খবর পাওয়ার সাথে সাথে একদল পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে খুব দ্রুততার সাথে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের লাশ হাসপাতালে রয়েছে। তাদের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।