ঝালকাঠিতে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড

SHARE

imagesওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,ঝালকাঠি প্রতিনিধি,২৩ জুন : ঝালকাঠিতে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে সুজন সিকদার (২২) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল  বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মকবুল হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।

সুজন ঝালকাঠি সদর উপজেলার আগরবাড়ি গ্রামের আফতার আলী সিকদারের ছেলে।

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনের সড়কে তিন স্কুল ছাত্রীকে উত্যক্ত করে বখাটে কয়েকজন যুবক। স্কুল ছাত্রীরা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এসময় অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান (পিপিএম সেবা) সিসি ক্যামেরায় বিষয়টি দেখতে পেয়ে বখাটে সুজন সিকদারকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।

আটক সুজন সিকদারকে ঝালকাঠি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের দণ্ডাদেশ প্রদান করা হয়।